Friday, November 27, 2015




  A simple definition of search engine optimization in 2015 is that it is a technical and creative process to improve the visibility of a website in search engines, with the aim of driving more potential customers to it.
পূথিবীতে অনেক Search Engine আছে যেমন সবচেয়ে Famous হল Google,এরপর আছে yahoo, Bing ইত্যাদি। কেউ যদি বাংলায় SEO শিখতে চায় তাহলে হয়ত সে æSEO Tutorial in Banglaলিখে গুগলে সার্চ দেবে কারন সে হয়ত বাংলায় SEO Tutorial আছে এমন কোন ওয়েবসাইটরে ঠিকানা জানেনা।
এখন ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে যেখানে বাংলায় SEO Tutorial আছে।এখন যদি "SEO Tutorialলিখে গুগলে Search দিলে গুগলের প্রথম পেজে আরও ভাল হবে যদি প্রথম পেজের প্রথম লিংকটাই আপনার সাইটের হয়, তাহলে নিশ্চিত থাকতে পারেন যে ইউজার যে "SEO Tutorialদিয়ে খুজছিল সে অবশ্যই আপনার সাইটে যাবেই।
এই যে একজনের সাইট গুগলে সবার আগে দেখাল অথচ বাংলায় "SEO Tutorial" আছে এমন বহু Site ,Blog, Forum ইত্যাদি থাকার পরেও, যে সাইট আগে দেখালো সে সাইটে কিছু কৌশল অবলম্বন করা হয়েছিল এসব কৌশল /Technique কে বলা হয় Search engine optimization (SEO).

.

Types Of SEO:

SEO can be divided into two main areas:
1. On Page:
on-page SEO website changes insidethe website/pages to make your website/page rank better.(যেটা সাইটের ভিতরেই করা হয় যেমন Title Tag, Content, Keword ইত্যাদি প্রাসঙ্গিক হওয়া )

2. Off Page:  off-page SEO (work that takes place separate from the website) (যেটা সাইটের বাইরে করা হয় যেমন Forum posting,Blog)etc.  অর্গানিক/unpaid,natural is real Search Engine Optimization ( SEO).SEO does not mean the Paid Search Engine Optimization (Paid SEO) .


Paid search Engine Optimization: 

গুগলে সার্চ দিলে মাঝে মাঝে দেখবেন সার্চ রেজাল্টের ডানে বা উপরে ভিন্ন রং (সাধারনত হালকা খয়েরি) কিছু লিংক থাকে (যে শব্দ দিয়ে সার্চ দিয়েছেন সেটা সংশ্লিষ্ট) এগুলি পেইড লিংক অর্থ্যাৎ এরজন্য জন্য গুগলকে অর্থ দিতে হয়েছে।এই ধরনের অপটিমাইজেশনকে পেইড এসইও (Paid SEO) বলে


Organic search engine optimization:

যে লিংকগুলি Serch Result পেজে সাধারনভাবে প্রদর্শিত হয় মানে Google এগুলি কোন বিশেষ Colour দিয়ে হাইলাইট করেনা এগুলি Organic link.এই ধরনের অপটিমাইজেশনকে Organic SEO. এটাকে এলগরিদমিক SEO বলে

No comments:

Post a Comment